ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অগ্রগতির সঙ্গে যুক্ত করেছে সৌদি আরব । মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এমনটি জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
বুধবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সালমান বলেছেন, রিয়াদ আব্রাহাম চুক্তিতে অংশ নিতে আগ্রহী হলেও প্রথমে ফিলিস্তিনের জন্য একটি ‘স্পষ্ট পথ’ নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেছেন, ‘আমরা আব্রাহাম চুক্তির অংশ হতে চাই। তবে নিশ্চিত হতে চাই যে দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সঠিক অবস্থান তৈরি হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব সেই পরিবেশ তৈরি করতে কাজ করব।”
সৌদি যুবরাজ বলেছেন, ‘আমরা ইসরাইলিদের জন্য শান্তি চাই, ফিলিস্তিনিদের জন্যও শান্তি চাই। আমরা চাই তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করুক।’
অন্যদিকে ইসরেইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট দীর্ঘদিন ধরেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিরোধীতা করে আসছে এবং তারা দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার পক্ষে। এটি সৌদি-ইসরাইলের স্বাভাবিকীকরণের পথে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে, মার্কিন-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি হলেও বিশ্লেষকরা বলছেন যে ইসরাইলের সঙ্গে সৌদি সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তাত্ক্ষণিক সাফল্য নাও আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফের মতে, ট্রাম্পের চাপ সত্ত্বেও এই জটিলতা নতুন নিরাপত্তা চুক্তিকে থামাবে না, তবে স্বাভাবিকীকরণের গতি মন্থর করতে পারে।

