আমার দেশ অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া সম্ভবত আগামী ২৪ ঘন্টার মধ্যে জানা যাবে। খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি। ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক। তারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে।’
এরআগে শুক্রবার ভোরে এক বিবৃতিতে হামাস জানায়, তারা এমন একটি চুক্তি চায়, যা যুদ্ধের অবসান ঘটানোর নিশ্চয়তা দেবে।
হামাস জানিয়েছে, তারা অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। আলোচনা শেষ হওয়ার পরে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেবে।
ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২১ মাস পর, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।
ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি নিশ্চিত হয়। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হয়েছে। তবে গাজায় স্থলভাগে তীব্র ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার একদিনে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে সব পক্ষ।
গত ফেব্রুয়ারিতে গাজার মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিকল্পনা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিলো। তবে ট্রাম্প গত তিন মাস ধরে মাঝে মাঝেই এই প্রস্তাব উত্থাপন করে চলেছেন।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গাজা এবং ইরান নিয়ে আলোচনা করবেন তারা।
আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া সম্ভবত আগামী ২৪ ঘন্টার মধ্যে জানা যাবে। খবর আল জাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকার মানুষের জন্য নিরাপত্তা চান তিনি। ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ নিতে চান কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক। তারা নরকের মধ্য দিয়ে যাচ্ছে।’
এরআগে শুক্রবার ভোরে এক বিবৃতিতে হামাস জানায়, তারা এমন একটি চুক্তি চায়, যা যুদ্ধের অবসান ঘটানোর নিশ্চয়তা দেবে।
হামাস জানিয়েছে, তারা অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। আলোচনা শেষ হওয়ার পরে মধ্যস্থতাকারীদের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দেবে।
ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রায় ২১ মাস পর, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা এখন সবচেয়ে বেশি বলে মনে হচ্ছে।
ইসরাইল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি নিশ্চিত হয়। এরপর থেকে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা জোরদার হয়েছে। তবে গাজায় স্থলভাগে তীব্র ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার একদিনে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য কাজ করবে সব পক্ষ।
গত ফেব্রুয়ারিতে গাজার মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিকল্পনা ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছিলো। তবে ট্রাম্প গত তিন মাস ধরে মাঝে মাঝেই এই প্রস্তাব উত্থাপন করে চলেছেন।
আগামী সপ্তাহে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে গাজা এবং ইরান নিয়ে আলোচনা করবেন তারা।
আরএ
ব্রিকস নেতাদের ঘোষণায় অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন ধরনের ‘একতরফা দমনমূলক ব্যবস্থা’র নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের ব্যবস্থা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবাধিকারের জন্য ক্ষতিকর। ব্রিকস সদস্য ইরান ও রাশিয়ার ওপর বর্তমানে বিভিন্ন পশ্চিমা দেশ এবং সংস্থার অবরোধ ও নিষেধাজ্ঞা রয়েছে।
৪ ঘণ্টা আগেতীব্র সমালোচনা এবং নিন্দার পরও ২৭, ৩০ এবং ৩১ জানুয়ারি মোট তিনবার একই প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তিনি আবারো বলেছিলেন, মিসর ও জর্ডান তার প্রস্তাব গ্রহণ করবে। যদিও এই দুই দেশ শুরুতেই ট্রাম্পের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।
৪ ঘণ্টা আগেউত্তর নেদারল্যান্ডসের আলকমার শহরের বিলাল মসজিদের ইমাম ইউসুফ মসিবিহ ইসরাইল সফর করার পর বরখাস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
৬ ঘণ্টা আগেক্রমবর্ধমান জনসংখ্যার পরিবেশগত ক্ষতি এবং জীবনযাত্রার মানের প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী গত কয়েক দশক ধরে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বেশিরভাগ জনসংখ্যাবিদ এখন বলছেন, জনসংখ্যার বিস্ফোরণ এখন স্তিমিত হয়ে গেছে।
৬ ঘণ্টা আগে