গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ঊর্ধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ সর্দি-কাশি হলে দ্রুত চিকিৎসা নিন, কারণ সাইনোসাইটিস থেকে নাক দিয়ে রক্ত পড়তে পারে। নাকের হাড় বেশি বাঁকা থাকলে এরও চিকিৎসা নিন। সময়মতো এসবের চিকিৎসা না করালে হঠাৎ নাক থেকে রক্ত পড়তে পারে।
এনএইচএনের সভায় বক্তারা
দেশে এখনও অর্ধেকের বেশি ডায়াবেটিস রোগী জানেন না যে— তারা ডায়াবেটিস আক্রান্ত। তাই ডায়াবেটিক এসোসিয়েশন অব বাংলাদেশের অঙ্গ-প্রতিষ্ঠান ন্যাশন্যাল হেলথ কেয়ার নেটওয়ার্কের (এনএইচএন) মাধ্যমে এসব মানুষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।