হোম > সারা দেশ > সিলেট

অব্যবস্থাপনা রেখেই ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

বিভিন্ন অব্যবস্থাপনা রেখেই উদ্বোধন করা হয়েছে ভোলাগঞ্জ স্থলবন্দর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে বৃহস্পতিবার দেশের ২৪তম এ স্থলবন্দরের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে স্থলবন্দরটি নির্মাণ করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের প্রথম দিকে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়ে চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ করে উদ্বোধন করা হয়। তবে ব্যাংকের শাখা এবং ডাম্পিংয়ের পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

উদ্বোধন শেষে উপদেষ্টা স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে শুধুমাত্র পাথর আমদানি করা হয়। ভোলাগঞ্জের ভারতীয় অংশে এখনো স্থলবন্দরের কাজ শুরু হয়নি। কিন্তু আমাদের স্থলবন্দর উদ্বোধন করা হয়েছে। এতে দুদেশের ব্যবসায় প্রভাব পড়তে পারে। ভারতে গাড়ি পরিমাপের স্কেল না থাকায় মূলত এ প্রভাব পড়বে। এছাড়া স্থলবন্দরে এখনো কোনো ব্যাংকের শাখা দেওয়া হয়নি।

স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোলাগঞ্জ স্থলবন্দরের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এসএমপির অতিরিক্ত কমিশনার (সদর ‍ও প্রশাসন) মু. মাসুদ রানা, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, ভোলাগঞ্জ স্থলবন্দরের ইনচার্জ গিয়াস উদ্দিন, কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান প্রমুখ।

বাগেরহাট–৩ আসন থেকে এম এইচ সেলিমের মনোনয়ন সংগ্রহ

শরীয়তপুর–চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

ভারতে পলায়নকালে বেনাপোলে যুবলীগ নেতা আটক

ঝালকাঠিতে শহীদ ওসমান হাদি স্মরণে দোয়া মাহফিল

অস্ত্র দিয়ে ফাঁসানো হলো অটোচালককে! নেপথ্যে যে এসআই

ফেনীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

চাঁদাবাজ বাহিনী প্রধান সম্রাট সম্পর্কে যা জানা গেল

প্রজন্মকে বিশ্বের নেতৃত্ব এগিয়ে নিতে বাংলা-ইংরেজি-আরবীতে দক্ষ করুন

৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে ১১২ ডুব, প্রাণ গেল বাবুলের

হাতিয়ায় সংঘর্ষের দুদিন পর মিলল শামছুর লাশ, নিহত বেড়ে ৬