সিরাজগঞ্জ রায়গঞ্জের ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রায়গঞ্জ উপজেলার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল্লাহ (২০)। তিনি সলঙ্গা থানার লাঙ্গলমোড়া উত্তরপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, বৃহস্পতিবার আব্দুল্লাহ সিরাজগঞ্জ শহর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে পাঁচলিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে থাকা রোড ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এসময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।