ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহে গায়েবানা জানাযা আদায় করেছে ছাত্রজনতা।
শুক্রবার ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুম্মার নামাজের পর প্রায় শতাধিক ছাত্রজনতা জড়ো হয়ে ফ্যাসিবাদ বিরোধী শ্লোগান দেন। এসময় একে একে ছাত্রজনতা পায়রা চত্বরে জড়ো হতে থাকেন। এরপর ওসমান হাদির গায়েবানা নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক ছাত্রজনতার উপস্থিতিতে গায়েবানা জানাযার নামাজ পড়ান ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইদুর রহমান।
গায়েবানা নামাজ শেষে ছাত্রজনতা সজিব হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তারা ঝিনাইদহ শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী সড়কে অবস্থিত যুবলীগ নেতা আশফাক মাহমুদ জনের মালিকানাধীন গার্মেন্টস পোশাকের দোকান বন্ডে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।