হোম > সারা দেশ > ঢাকা

অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী প্রধান শিক্ষক পলাশ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলামকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায় বেলায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী ও অভিভাবকদের অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত হয়ে পড়েন ওই শিক্ষক।

চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক-এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মীসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। সবার উপস্থিতিতে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রিয় শিক্ষক ও সহকর্মীর বিদায়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও।

দীর্ঘ ৩০ বছর ৫ মাস শিক্ষকতা শেষে অবসরজনিত বিদায় নেন মোহাম্মদ আজহারুল ইসলাম পলাশ। এদিন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম পলাশ।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাছলিমা বেগম লিপি, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মো.তৌফিকুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আল আমীন প্রমুখ।

প্রসঙ্গত, মোহাম্মদ আজহারুল ইসলাম পলাশ ১৯৯৫ সালের ২২জুলাই প্রধান শিক্ষক হিসেবে উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। এরপর ১৯৯৯সাল থেকে তিনি একই উপজেলার চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই প্রতিষ্ঠানে দায়িত্বপালনকালে তিনি বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয়ে উন্নীত করেন।

এছাড়াও তার অসংখ্য শিক্ষার্থী মেডিকেল, বুয়েট, চুয়েট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। অনেকে সরকারি বিভিন্ন পদে চাকুরি করছেন। একজন গুণী শিক্ষক হিসেবে উপজেলাজুড়ে তিনি বেশ সুপরিচিত।

চাঁদপুরে আসামিকে নির্যাতন, পুলিশের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের স্তব্ধ সিলেট

তারাগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি মোশতাকুর, সা. সম্পাদক পাবেল

এলডিপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এনসিপি-জামায়াতের প্রার্থীরা

শৈত্যপ্রবাহে স্থবির জনজীবন, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

আ.লীগের সাবেক এমপির পক্ষে মনোনয়নপত্র দাখিল ছাত্রদলের সাবেক নেতার

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকহীন হয়ে পড়লো: ভাসানী জনশক্তি পার্টি

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে গণফ্রন্ট প্রার্থীর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে খাল পুনরুদ্ধার ও সংরক্ষণ আদালতে নির্দেশ বাস্তবায়নে সভা