রাজধানীর শাহবাগে শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ করার দাবি জানিয়েছে পরিবার। হাদির ছোটো বোনজামাই আমির হোসেন হাওলাদার এ দাবি জানান।
শুক্রবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির জন্মস্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন হাওলাদার বলেন, হাদির উত্থান হয়েছিল শাহবাগ থেকে। তাই সেই শাহবাগেই যেন তার একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এছাড়া তার কাব্যগ্রন্থগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং স্কুল-কলেজের সিলেবাসে তার জীবনী সংযুক্ত করার দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।