হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

জমির উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেছেন, শহরকে নিরাপদ রাখার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবো। নগরবাসী যেন ভয়মুক্তভাবে জীবনযাপন করতে পারে, সেই নিশ্চয়তা দিতেই আমরা মাঠে আছি।

মঙ্গলবার ওয়ারলেস বার্তার বিষয়ে জানতে চাওয়া হয় কমিশনারের কাছে। বন্দরনগরী চট্টগ্রামে সাম্প্রতিক ধারাবাহিক গুলি ও সন্ত্রাসী তৎপরতার বিষয়ে আমার দেশকে মুঠোফোনে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, চট্টগ্রাম কোনো সন্ত্রাসীর জন্য নিরাপদ আশ্রয় নয়। অস্ত্রধারী কেউ শহরে ঢুকলেই -আইনের মুখোমুখি হতে হবে।

কমিশনার বলেন, শটগান নয়, এবার এসএমজি রেসপন্স মোডে যাচ্ছি। কারণ আমরা ভয় দেখাতে নয়, প্রতিরোধ করতে চাই। শহরে যারা অস্ত্র নিয়ে বেরোচ্ছে, তারা জানুক-চট্টগ্রাম পুলিশের হাতে বন্দুক আছে, কিন্তু সেটি নিরীহ মানুষের জন্য নয়।

তিনি আরো বলেন, ‘চালিতাতলীতে দিনদুপুরে মানুষ খুন করা হলো, প্রার্থীকে গুলি করা হলো-এটা আমি সহ্য করব না। নগরের নিরাপত্তা আমার দায়িত্ব, তাই যত কঠোর হতে হয়, ততটাই হবো।’

মানবাধিকার ও অতিরিক্ত বলপ্রয়োগ প্রসঙ্গে প্রশ্নে কমিশনার বলেন, আমরা কারও শত্রু নই। পুলিশ আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবে। যার হাতে অস্ত্র নেই, তার ওপর গুলি চালানো হবে না। তবে যার হাতে অস্ত্র আছে, যে মানুষ হত্যা করছে-তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব, সেটিই আইন বলে।

তিনি বলেন, আমাদের সদস্যদের আমি স্পষ্টভাবে জানিয়েছি, আইন মেনে কাজ করো, বাকি দায় আমি নেব। কোনো পুলিশ সদস্য যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হয়, সেটাও আমি দেখব।

‘নগরবাসী আমার শক্তি’

হাসিব আজিজ বলেন, চট্টগ্রামের মানুষ আমার শক্তি। নাগরিকদের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি, আপনার চারপাশে সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান। আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।

তিনি যোগ করেন, যে শহরটিকে আমি ভালোবাসি, সেটিকে নিরাপদ রাখতে আমি মাঠে আছি, আমার সহকর্মীরাও আছে। কেউ ভয় পাবেন না। চট্টগ্রাম এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

সিএমপি কমিশনার বলেন, সাজ্জাদ বাহিনী, ইয়াসিন বাহিনী, বার্মা সাইফুল-যারা নির্দ্বিধায় মানুষ মারে, তারা আইনের ঊর্ধ্বে নয়। অস্ত্রধারী কেউ পুলিশকে লক্ষ্য (টার্গেট) করলে, পাল্টা রেসপন্স (আঘাত) হবে। আমি নগরে এমন বার্তা দিতে চাই, অস্ত্র হাতে নিয়ে কেউ যেন স্বপ্নেও না ভাবে, এখানে সে নির্বিঘ্নে চলবে।

কমিশনার হাসিব আজিজ বলেন, চট্টগ্রাম পুলিশের প্রতিটি সদস্য এখন জানে, আইন, দায়িত্ব আর জনগণের নিরাপত্তা একসঙ্গেই চলে। আমি চাই সবাই যেন সাহসীভাবে দায়িত্ব পালন করে, ভীত নয়। কারণ এই শহর আমাদের-এটা আমরা রক্ষা করবো।

মুঠোফোনের এক পর্যায়ে কমিশনার আবারো বলেন, চট্টগ্রাম আমার শহর, আমার গর্ব। এই শহরে অস্ত্রধারীরা আতঙ্ক ছড়াবে -এটা আমি হতে দেব না। যতটুকু শক্তি, দক্ষতা ও দায়িত্ববোধ আছে, সবটুকু দিয়েই আমি চেষ্টা করব চট্টগ্রামকে নিরাপদ রাখতে।

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এসআর নিহত

অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপির

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ