হোম > সারা দেশ > সিলেট

নিজের পোস্টার নিজেই নামালেন জামায়াত প্রার্থী শিশির মনির

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজের লাগানো পোস্টার নিজ হাতে ছিঁড়ে ফেলেছেন সুনামগঞ্জ-২ (দিরাই- শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শিশির মনির।

গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ায় শুক্রবার সকালে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার অপসারণ শুরু করেন। এসময় তিনি ভিডিও লাইভ করে আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেই পোস্টার ছিঁড়ে ফেলে ভোটার ও সাধারণ মানুষের সামনে আচরণবিধি মেনে চলার বার্তা পৌঁছে দেন।

এডভোকেট শিশির মনির বলেন, নির্বাচনী আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সাথে সাথে আমার সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণের কাজ শুরু করেছি।

শিশির মনির বলেন, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইনকানুন জারী হবে তা আমাদের সবার মানতে হবে। যেহেতু রাষ্ট্রের আইন, নতুন আইন আমাদের মানতে হবে। আমার নির্বাচনী দুই উপজেলার সব জায়গায় এই সব প্রচার প্রচারণা ব্যানার যেখানে লাগানো হয়েছে তা আমরা খুলে ফেলব।

শিশির মনির আরো বলেন, আবার যখন প্রচারণার জন্য বলা হবে তখন প্রচারের জন্য পোস্টার লিফলেট লাগাতে পারবেন সবাই। তিনি বলেন, আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া দরকার।

স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন দৃষ্টান্ত অন্যদের জন্যও অনুকরণীয়।

নওগাঁয় পোস্টার খুলে ফেললেন জামায়াত প্রার্থী

পরিবারকে ফাঁকি দিয়েছি, দলকে ফাঁকি দেইনি: জাহান্দার আলী

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০.৪ ডিগ্রির ঘরে, কুয়াশায় স্থবির জনজীবন

মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার

নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণ করলেন জামায়াত প্রার্থী

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন

শরীয়তপুরে নারীর ওপর নির্মম নির্যাতন : গ্রেপ্তার ৪

জামায়াতের দাঁড়িপাল্লার মিছিলে এক কিলোমিটারজুড়ে তরুণদের ঢল