হোম > সারা দেশ > খুলনা

১১ লাখ টাকা নিয়েও পদ না দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কমিটিতে পদ দেওয়ার কথা বলে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদের বিরুদ্ধে।

শুক্রবার সকালে মেহেরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আছিফুল হক মজনু। এ সময় কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে মজনু বলেন, মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ আমাকে পদ দেওয়ার নাম করে বিভিন্ন সময় প্রায় ১১ লাখ টাকা নিয়েছেন।

কিন্তু ২৯ নভেম্বর মনোহরপুর গ্রামের জাফর উল্লাকে সভাপতি করে ফেসবুকের মাধ্যমে কমিটি ঘোষণা করেন তিনি। সারা দেশের মানুষ যখন বিএনপি চেয়ারপাসনের সুস্থতায় দোয়া করেন, তখন কমিটি ঘোষণা আমাদের জন্য লজ্জার।

তিনি আরো বলেন, আমি বারবার উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদকে বলেছিলাম ভোটের মাধ্যমে ইউনিয়ন সভাপতি নির্বাচিত করার জন্য। যদি তা সম্ভব না হয়, তাহলে অন্তত ৯ ওয়ার্ডের সুপার ফাইভ ও তৃণমূলদের মতামত নিয়ে ভোটের ব্যবস্থা করার জন্য। কিন্তু ফয়েজ মোহাম্মদ বিষয়টি আমলে না নিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে কমিটি ঘোষণা করেছে।

গত ১৭ বছর নির্যাতনের শিকার হন দাবি করে তিনি বলেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহু নির্যাতনের শিকার হয়েছি। জেলে যেতে হয়েছে আমাকে। এর বিনিময়ে কি পেলাম? পদ পেলাম না, টাকাও গেল। এমতাবস্থায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলসহ ফয়েজ মোহাম্মদকে বহিষ্কার ও তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ফয়েজ মোহাম্মদ আমার দেশকে বলেন, এ বিষয় সম্পর্কে আমি কিছুই জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় হতদরিদ্র মানুষের মাঝে ছাত্রদল নেতা সাইফের খাবার বিতরণ

অবশেষে ভারত গেলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার ছেলে

কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রা থামাতে পারবে না: জাহিদুল ইসলাম

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

জনগণ চাঁদাবাজদের প্রত্যাখ্যান করায় অনেকের জমিদারি ভাব কমেছে

নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: রিজভী

ট্রেনের ইঞ্জিন বিকল, ভোগান্তিতে যাত্রীরা

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন

হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি সহায়তা করেছে ভারত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল