হোম > সারা দেশ > রাজশাহী

সয়াবিন তেল দিয়ে নকল দুধ বানাতেন মিজান

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় কস্টিকসোডা, জেলি ও সয়াবিন তেল মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করার অপরাধে মিজান (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই রায় প্রদান করেন।

এর আগে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সাহানগর এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার মেন্দা পশ্চিম পাড়ার গোলাম মোস্তফার ছেলে। এসময় উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল আলম, থানার এসআই আকবর আলী উপস্থিত ছিলেন।

জানা গেছে, মিজান দীর্ঘদিন ধরে উপজেলার সাহানগর এলাকার একটি বাড়িতে কস্টিকসোডা, জেলি, সয়াবিন তেল প্রভৃতি মিশিয়ে নকল দুধ তৈরি করে তা বাজারজাত করে আসছিলেন।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। সেখানে নকল দুধ তৈরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান তাকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ১০ লিটার সয়াবিন তেল, একটি ব্লেন্ডার মেশিন ও নকল দুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান আমার দেশকে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত সয়াবিন তেল ও ব্লেন্ডার মেশিনটি স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে আর ভেজাল দুধগুলো ধ্বংস করে ফেলা হয়।

মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার সুস্থতার জন্য দুই হাজার মানুষকে খাওয়ালেন বিএনপি নেতা

বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

সারের দাম বেশি নেয় ডিলার, না দেখার ভান কৃষি কর্মকর্তার

নোয়াখালীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতার, গ্রেপ্তার ১

শিক্ষার্থী হেনস্থাকারী শিক্ষক বিপ্লব কুমারের বিচার দাবিতে মানববন্ধন

সিলেটে নভেম্বরে ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত, দুইজনের মৃত্যু

খুলনায় ডাবল মার্ডার: গ্রেপ্তার রিপনের মুক্তি চাইলেন নিহতের ভাই

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দাবির পর আ.লীগ নেতার জামিন

নেতা নই, আপনাদের খাদেম হতে এসেছি: অলিউল্লাহ নোমান