নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় অভিযান চালিয়ে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রউফ (৪৮)-কে শুক্রবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ কেশবা কলেজপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্র জানায়, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রউফ আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ২টার দিকে তাকে কেশবা কলেজপাড়ার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, শুক্রবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।