চাঁপাই উন্নয়ন ফোরামের আয়োজন
দৌড় প্রতিযোগিতা বাংলাদেশে নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোয় এটি যেন ট্রেন্ড হয়ে উঠেছে। স্বল্প দূরত্বের দৌড় থেকে হাফ ম্যারাথন, পূর্ণ ম্যারাথন কিংবা আলট্রা—দেশজুড়ে তৈরি হয়েছে দৌড়ের নতুন এক সংস্কৃতি।
শুক্রবার এই দৌড়ের উন্মাদনায় মেতে উঠেছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাড়ে ছয় হাজার তরুণ। বিশাল প্রতিযোগিতাটি আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম।
আয়োজকরা বলেন, আগামীর তারুণ্যের বাংলাদেশ গড়তে এবং যুবসমাজের সুস্থ জীবন ধরে রাখতে এ আয়োজন। দৌড়বিদদেরও প্রত্যাশা প্রতি বছর আয়োজন হোক এই ম্যারাথন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফজরের নামাজের পর চাঁপাইনবাবগঞ্জ শহর সেজেছিল তারুণ্যের রঙে। কনকনে ঠান্ডার মধ্যেও আয়োজন করা হয় ম্যারাথন। দৌড় প্রতিযোগিতা রূপ নেয় তারুণ্য উৎসবে।
এতে অংশ নেন রাজধানী ঢাকাসহ সারা দেশের অন্তত সাড়ে ছয় হাজার দৌড়বিদ। পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে শুরু করে প্রায় ৩২ কিলোমিটার দৌড়িয়ে শেষ হয় পদ্মার চরাঞ্চল দেবিনগর এলাকায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণরা।
তারা বলেন, এই ম্যারাথন দিয়ে শুরু, এখন নিয়মিত করতে চান তারা। জেলা-উপজেলায় পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় হাতের মুঠোয় ডিজিটাল ডিভাইস, মাদক ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে যুব সমাজ। ঝরে পড়ছে শিক্ষার্থীর সংখ্যা। এমন অবস্থায় সরকার ও আগামীর জনপ্রতিনিধিদের কাছে পর্যাপ্ত খেলার মাঠ চায় যুবসমাজ।
ম্যারাথনে অংশ নেওয়া তরুণরা জানান, ভোরের আকাশে তখন ঢেকেছিল কুয়াশায়। দৌড়ে শেষের রেখা ছুঁয়ে অনেকের চোখেই ভেসে ওঠে অসাধ্য সাধনের আনন্দ, নিজেদের সামর্থ্যের পারদটা আরেকটু উঁচুতে নিয়ে যাওয়ার পুলক। টানা দৌড়ানোয় জীবনীশক্তি খানিকটা নিভু নিভু হলেও ফিনিশ লাইনে পৌঁছালে ঠোঁটে থাকে অমূল্য হাসি। শেষের রেখায় পৌঁছানোর আনন্দের কাছে ম্লান হয়ে যায় পথের শ্রান্তি।
আয়োজনে ফোরামের চেয়ারম্যান এবং জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, একটি আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে এই উদ্যোগ। আগামীতেও এমন প্রতিযোগিতা আয়োজন করা হবে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের অন্য নেতারাও উপস্থিত ছিলেন। প্রথম এই বছরের ম্যারাথন পরিণত হয়েছে মিলনমেলায়, যেখানে স্বাস্থ্য, খেলাধুলা আর মানুষের ঐক্যের বার্তাই ছিল মুখ্য।