হোম > সারা দেশ > খুলনা

প্রার্থিতা ‘বাতিল’ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান যশোর-২ আসনের জামায়াত প্রার্থীর

আমার দেশ অনলাইন

যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তবে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, জামায়াতের প্রার্থী আপিল করার সুযোগ পাবেন এবং আপিলে তার ত্রুটির বিষয়ে যথাযথ তথ্য তিনি প্রার্থিতা ফিরে পাবেন।

এ অবস্থায় জামায়াতের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ তার নির্বাচনি আসনের ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে তিনি বলেন, ‘‘সম্মানিত ঝিকরগাছা-চৌগাছা উপজেলাবাসী,

আসসালামু আলাইকুম। নির্বাচনি মনোনয়ন দাখিলের পর যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন থেকে ১টি আপত্তি দিয়েছে। উক্ত সংশোধনীসহ আপিল করার জন্য নির্বাচন কমিশন থেকে পরামর্শ প্রদান করা হয়েছে।

যে বিষয়ে আপত্তি দেওয়া হয়েছিল সেটা আমার অজ্ঞাত ছিল। ইতোমধ্যে আপত্তির বিষয়টি সমাধান করা হয়েছে। অনুগ্রহপূর্বক আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।

আমাদের বিজ্ঞ আইনজীবীরা আশ্বস্ত করেছেন, সংশোধনীসহ আপিল করলেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী ২/১ কর্মদিবসে উক্ত সংশোধনীসহ আপিল করা হবে ইনশাআল্লাহ।

আপনাদের দোয়া, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা একান্ত কামনা করছি। আপনাদের ভাই, ডা: মোসলেহ উদ্দিন ফরিদ সংসদ সদস্য পদপ্রার্থী ৮৬,যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা)।’’

কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক

ডিবি পরিচয়ে ডাকাতি, ৪ মাইক্রোবাস উদ্ধার, আটক চক্রের ৪ সদস্য

আ.লীগ নেতা সাজিয়ে জামায়াতকর্মী গ্রেপ্তার, নিন্দা

ব্যাংকে ফয়জুল করিমের ১ হাজার টাকা থাকলেও স্ত্রীর স্বর্ণ ১৮৭ ভরি

আমীর খসরুকে নিয়ে খালেদার ক্ষোভের অডিও ভাইরাল

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

খুবির আওয়ামীপন্থি শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কাউনিয়ায় মন্দিরে প্রার্থনা

কর্তব্যরত অবস্থায় এসআইয়ের মৃত্যু