হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরাকান আর্মির হাতে আটক আরো ৭ জেলে

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ থেকে সাগরে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী সংগঠন আরাকান আর্মির হাতে আবারো সাত জেলে আটক হয়েছে।

বুধবার ২৯ অক্টোবর বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি বলেন, টেকনাফ পৌরসভার কে কে পাড়ার শাওন এর মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মাছ শিকার শেষে ঘাটে ফেরার পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা সাত জেলেকে আটক করে নিয়ে যায়।

টেকনাফ কে কে পাড়ার জেলে নেতা ইমাম হোছাইন বলেন, টেকনাফের কে. কে. পাড়া ঘাট থেকে গতকাল সন্ধ্যার পরে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে গেলে আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা তাদের ট্রলার ও মাছসহ ধরে নিয়ে যায়।

মিয়ানমারের একটি সংবাদ মাধ্যম জানায়, উপকূলীয় নিরাপত্তা উপ-ইউনিট সন্ধ্যা ৭টার দিকে একটি কাঠের নৌকায় করে সাগরে টহল দেয়। টহল চলাকালীন রাতে টেকনাফ থেকে আসা একটি কাঠের নৌকা উপকূলরেখা থেকে প্রায় ২.১৪ কিলোমিটার পশ্চিমে আরাকান অঞ্চলের মংডু টাউনশিপের কাছে সাগরে মাছ শিকার করতে দেখা যায়। এ সময় উক্ত মাছ ধরার নৌকাটি সহ ৭ জন জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয় টি শুনেছি বলে জানান।

হাতিয়ার নলচিরা-চেয়ারম্যানঘাট রুটে নতুন সি-ট্রাক চালু

দিনাজপুরে সাংবাদিকদের বিক্ষোভ

জাকসু চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চৌদ্দগ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা ‍

ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে: ড. রেদোয়ান

নোবিপ্রবিতে এক বছরেও হয়নি ছাত্রলীগের বিচার

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

২২ বছর পরিত্যক্ত ঘোষণা ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা

মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড পৌরসভার নাগরিকসেবা