সাতক্ষীরা–৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির (জাপা) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন তার ৩০ জন অনুসারীকে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ জামায়াতের জেলা অফিস মিলনায়তনে সাতক্ষীরা–২ আসনের প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুফতি আব্দুল খালেকের হাতে ফুলের তোড়া দিয়ে এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জাপা নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন বলেন, আমি আজ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী দল। কোরআন ও সুন্নাহ মোতাবেক এই দল পরিচালিত হয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত হবে। তখন দেশ দুর্নীতিমুক্ত হবে; চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি ও অনিয়ম থাকবে না। দেশের সব মানুষ ভাই–বোন হিসেবে একই পরিবারের মতো বসবাস করবে। তবে এ সময় তিনি জাতীয় পার্টির নাম উল্লেখ না করে নিজেকে স্বতন্ত্র এমপি হিসেবে পরিচয় দেন।
সাতক্ষীরা–২ আসনের জামায়াত প্রার্থী মুফতি আব্দুল খালেক বলেন, অ্যাডভোকেট স. ম. সালাউদ্দিন একজন যোগ্য ও সাহসী মানুষ।
তিনি আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তার সময় দলীয় নেতারা বলতেন- নেতা দেখতে হলে সালাউদ্দিন সাহেবকে দেখো।
তিনি দলে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।
জামায়াতে ইসলামীতে যোগদানকারীরা বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনের যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছে, আমরাও সেই দলে অংশ নিতে চাই।
শেষ বয়সে হলেও বুঝতে পেরেছি যে ইসলামী আন্দোলন করা মুসলমানদের দায়িত্ব। তাই আমরা জামায়াতের সাতক্ষীরা জেলা অফিসে এসে যোগদান করেছি।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলমসহ আরও অনেকে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন জানান, স. ম. সালাউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা–৩ আসন থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন এবং পরে জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি একসময় জেলা জাপার সভাপতি ছিলেন। তিনি দল থেকে পদত্যাগ করেননি, আবার বর্তমানে দলের সঙ্গেও নেই।