সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। শনিবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
এর আগে গতকাল ২৬ ডিসেম্বর রাতে ওয়াজ আলীকে বগুড়া জেলার শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকায় থেকে গ্রেপ্তার করে র্যাব-১২ এবং সিপিএসসি, বগুড়ার সদস্যরা।
গ্রেপ্তার ওয়াজ আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকার মৃত মোকছেদ শেখের ছেলে।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মো. ওসমান গণী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় সাব্বির হোসেনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত সাব্বির কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় মো. ওসমান গণী বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৭ আগস্ট এ মামলায় ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায় ঘোষণার সময় থেকে আসামি ওয়াজ আলী পলাতক ছিলেন।