হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সেনানিবাসস্থ দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) আজ বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৮তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। ইবিআরসিতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া এবং কমান্ড্যান্ট, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার।

সম্মেলনের শুরুতে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এসময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় অগ্রসর হওয়ার আহ্বান জানান।

পরে রেজিমেন্টের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়-কালে সেনাবাহিনী প্রধান রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ২৪পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; কমান্ড্যান্ট ও পাপা টাইগার, ইবিআরসি; মিলিটারি সেক্রেটারি; অ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিআইআরসি; চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড; সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাবৃন্দ; সকল পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কগণএবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

রাতে ঘুমিয়ে পড়া ব্যক্তির সকালে লাশ উদ্ধার

সুন্নতে খাৎনা অনুষ্ঠানের ভিডিও করা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

কিলিং মিশনের পরবর্তী টার্গেট কি রাকসু জিএস আম্মার?

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যাচেষ্টা: দুলু

হাদির সুস্থতা কামনায় ফেনীতে পাঠকমেলার দোয়া

নবীনগরে এবার গুলিবিদ্ধ অ্যাম্বুলেন্সচালক

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

ছাত্রজীবন থেকে হাদি ছিলেন অসম্ভব মেধাবী: অধ্যক্ষ শহিদুল

রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেলো বাংলাদেশি যুবকের