হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনজীবী আলিফ হত্যা মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুকান্ত দত্তকে বান্দরবান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার দুপুরে বান্দরবান সদর থানাধীন নীলাচল যৌথ খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ দল অংশ নেয়। গ্রেপ্তার সুকান্ত দত্ত (৩০) আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার বাসিন্দা।

র‌্যাবের তথ্যমতে, গতবছল ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। ওই দিন আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিলে তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আদালত চত্বর ও আশপাশের এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, ওই বিক্ষোভের সময় আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত দত্তসহ একাধিক ব্যক্তি সরাসরি জড়িত ছিলেন বলে মামলার তদন্তে উঠে আসে।

এ ঘটনায় নিহত আইনজীবী আলিফের বাবা বাদী হয়ে ৩০ নভেম্বর ২০২৪ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করা হয়।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সুকান্ত দত্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি টানা দুই দিন কর্মবিরতিও পালন করে।

হাদি হত্যার প্রতিবাদে শরীয়তপুরে মশাল মিছিল

রামগঞ্জে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

সরে দাঁড়ানোর পর আবারো নির্বাচনের ঘোষণা বিএনপি নেতা মাসুদের

ছোট ভাইয়ের বউয়ের আঘাতে ভাসুরের মৃত্যু

যেই উপদেষ্টাদের দেশপ্রেম নেই, তাদের পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর

ফুলবাড়ীয়ায় মা-ছেলের মনোনয়ন ফরম সংগ্রহ, মিশ্র প্রতিক্রিয়া

হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: নৌ উপদেষ্টা

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

ছয় আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলা উদ্ধার, ‘কুখ্যাত সন্ত্রাসী’ আটক

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, পুলিশ বক্সে ভাঙচুর