হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুর–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর–২ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিশাল গণ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে টঙ্গীর আদমজী মাঠ থেকে শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন সরকার একাডেমি রোড, কলেজগেট, চেরাগআলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গাজীপুর মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ও কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপতি সালাহ উদ্দিন সরকার।

মিছিল শুরুর আগে আদমজী মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর–২ আসনে জনগণের প্রত্যাশা ও তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা দলীয় ঐক্যের জন্য ক্ষতিকর হবে। তারা জোর দিয়ে বলেন, “জনগণ যেদিকে, তৃণমূল নেতাকর্মীরা যেদিকে—মনোনয়নও সেদিকেই যেতে হবে।” সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বকে মূল্যায়ন না করলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। গাজীপুর–২ আসন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারা বলেন, এই আসনে সঠিক সিদ্ধান্ত নিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকরি সভাপিত ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরাফত হোসেন, সরকার শাহনূর ইসলাম রনি প্রমুখ।

দোয়া মাহফিল ও বিক্ষোভ মিছিলে বিএনপির গাজীপুর–২ নির্বাচনি এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে টঙ্গী এলাকায় দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

কোনো সরকারই আলেমদের হত্যার বিচার করেনি

ফরিদপুরে শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

দৌলতখানে জামায়াতের নেতাকর্মীর ওপর বিএনপির হামলা, আহত ২০

রসুন ক্ষেতে মুরগি যাওয়ায় চাচাতো ভাইকে খুন

বিজয় দিবস উপলক্ষে ‘আমার দেশ পাঠক মেলা’র দোয়া মাহফিল

ধুনটে নাশকতার মামলায় আ.লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভারতে অনুপ্রবেশকালে বাঘাডাঙ্গা সীমান্তে নারী আটক

গোবিন্দগঞ্জে বিএনপি-জামায়াতের অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার ৬

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার নাটোরের আওয়ামী লীগ নেতা

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার