হোম > সারা দেশ > খুলনা

হিন্দুদের পাশে জামায়াত অতীতেও ছিল, আগামীতেও থাকবে

বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

মোংলায় উঠান বৈঠকে এক হিন্দু ধর্মাবলম্বীকে উত্তরীয় পরিয়ে দেন বাগেরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী শেখ আব্দুল ওয়াদুদ। ছবি : আমার দেশ

জামায়াতে ইসলামী অতীতেও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) দলটির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

মঙ্গলবার বিকেলে মোংলার মিঠাখালী ইউনিয়নের নিতাইখালী এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের বাগেরহাট জেলা নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ বলেন, জামায়াতে ইসলামী অতীতেও হিন্দু ধর্মাবলম্বীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশ গড়ে তুলেছে। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষায় আমরা সব সময় সোচ্চার ভূমিকা পালন করেছি।’

জামায়াতের এই নেতা বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা, দখলবাজি ও অনিয়মের রাজনীতি বন্ধ করে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব নাগরিক সমান অধিকার ও ন্যায়বিচার পাবে—এটাই আমাদের অঙ্গীকার।’

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনূর সরদার। তিনি বলেন, ‘ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সম্মান বজায় রেখেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।’

বৈঠকে সভাপতিত্ব করেন মনোরঞ্জন হালদার। তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন। এসময় পৌরসভা ও উপজেলা জামায়াতের নেতা এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

যুবলীগ-ছাত্রলীগ নেতাকে ফুলের মালা দিয়ে দলে ভেড়ালেন বিএনপি সভাপতি

আমজনতার দলের সদস্য হয়ে মনোনয়নপত্র সংগ্রহ আ.লীগ নেতার

বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন

পিস্তল হাতে তরুণ-তরুণীকে ছাত্রদল নেতার ব্ল্যাকমেইল, ভিডিও ভাইরাল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কুমিল্লা থেকে ঢাকায় যাবে লক্ষাধিক নেতাকর্মী

বাউফলে জামায়াতে যোগ দিলেন বিএনপির হেলাল মুন্সী

১৫০ আসনের প্রশ্নে যা বললেন মুফতি ফয়জুল করিম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির আনন্দ মিছিল

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন বিএনপির সাবেক তিনবারের এমপি

কুমিল্লায় ১১টি আসনে ৮২ প্রার্থীর মনোনয়নপত্র বিতরণ