হোম > সারা দেশ > ঢাকা

ফেরি দুর্ঘটনার ১৫ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধার অভিযান

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়নগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পাড়াপাড়ের সময় ফেরি থেকে ট্রাক সহ পাঁচ যানবাহন নদীতে পড়ে যাওয়ার ১৫ ঘণ্টা পরও শুরু হয়নি উদ্ধার অভিযান। সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএর সমন্বয়হীনতার কারণে উদ্ধার অভিযান বিলম্বিত হচ্ছে বলে জানান একাধিক কর্মকর্তা।

রোববার বেলা ১১টায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা ঘটনাস্থলে আসলেও তারা উদ্ধার পরিচালনার জন্য কোনো যন্ত্র আনেনি। উদ্ধার অভিযান শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কারণ এই ফেরিকে কেন্দ্র করেই বক্তাবলী এলাকার মানুষ শহরের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। ফেরি বন্ধ থাকায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে আছে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জের সহকারী পরিচালক কামরুজ্জামান জানান, ফেরিটি সড়ক ও জনপথ বিভাগের। শনিবার রাতে দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এই সংস্থাটির কেউ এখানে আসেনি। কেউ আমাদের দুর্ঘটনার স্থান দেখাতে পারছে না। কোনো জায়গায় উদ্ধার অভিযান চালাবো সেটা এখনো নিশ্চিত হইনি। আমরা এখন নদীর গভীরতা নিরূপণ করছি। পরে ঊর্ধ্বতন কর্মকতাদের সাথে আলাপ করে আমরা উদ্ধার অভিযান শুরু করবো।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নদীর পশ্চিম পাড়ে বক্তাবলী ঘাটে ফেরিটি নোঙর করে রাখা হয়েছে। উৎসুক জনতা ফেরিটি দেখতে ভিড় করে আছে। বক্তাবলী নৌপুলিশ নদীতে টহল দিচ্ছে।

শনিবার রাতে ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে পানিতে পড়ে যায় ট্রাকসহ ৫টি যানবাহন। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন ও প্রবাসী মাসুদ।

ফেরিতে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি ধাক্কা দিয়ে সামনে থাকা মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নিয়ে পানিতে পড়ে যায়।

ঝালকাঠির সাবেক মেয়র আফজাল কারাগারে

ঋণের নামে ৬ হাজার ২৪৩ কোটি টাকা আত্মসাৎ

সুদানে নিহত কুড়িগ্রামের দুই শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের সম্পদ অনুসন্ধানে দুদকের অভিযান

বগুড়া- ৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

তারাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

নিজ ঘরের বিছানায় হাত-মুখ বাঁধা কৃষকের গলাকাটা লাশ

বিএনপি নেতার বসতঘরে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি পুলিশ

নীলফামারীতে যুবলীগ সভাপতিসহ গ্রেপ্তার দুই