হোম > সারা দেশ > ঢাকা

মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা পেলো হাজারো মানুষ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা বাজারের পূর্ব পাশে বকুল তলায় মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

এ সময় রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি, গাইনি ও অবস, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, নাক-কান-গলা, ডেন্টাল, চর্ম ও যৌন, চক্ষু এবং শিশু ও নবজাতক বিভাগসহ মোট ১০টি বিভাগের প্রায় ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়াও ইসিজি, ডায়াবেটিসসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হয়। পুরো কার্যক্রমে প্রায় ১০০ জনের বেশি বিভিন্ন স্তরের জনবল সরাসরি সম্পৃক্ত ছিলেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জুলফিকার আহমেদ আমিন বলেন, আজ আমরা অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছি। পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। অসহায় মানুষের পাশে থেকে চিকিৎসাসেবা দেওয়াই আমাদের অঙ্গীকার।

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৫

নির্বাচনে সরকার কারো পক্ষে-বিপক্ষে অবস্থান নেবে না

নির্বাচিত সরকার নতুন শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেবে: শিল্প উপদেষ্টা

১২ বছর ভাত না খেয়ে থাকা বিএনপি সমর্থক নিজাম মারা গেছেন

নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি

ফরিদপুরে কৃষকের লাশ উদ্ধার

সাগর থেকে কুতুব‌দিয়ার ২ জেলের লাশ উদ্ধার

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, নিহত ৪

দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় : মির্জা ফখরুল

তারাগঞ্জের চাকলা হিন্দু পল্লিতে জামায়াতের উঠান বৈঠক