হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শেষ কবে এসেছিলেন খালেদা জিয়া

সবুর শাহ লোটাস, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় বাগবাড়িতে স্মৃতিবিজড়িত ‘জিয়াবাড়ি’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়ার বাগবাড়িতে শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে পাঁচ বার এসেছিলেন। এরমধ্যে ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগে ও পরে। এরপর ১৯৯৬ সালে বিরোধীদলীয় নেতা থাকাকালে ১ বার। সবশেষে ২০০১ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার আগে ও পরে এই বাড়িতে এসেছিলেন তিনি।

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এ সব তথ্য নিশ্চিত করে জানান।

বগুড়া শহর থেকে বনানী-মাদলা-বাগবাড়ি সড়ক হয়ে ১৭ কিলোমিটার অদূরে সরেজমিনে দেখা যায়, বাগবাড়ীর কলেজ ও বাজারের পায়ে হাঁটা পথে পাকা রাস্তা ধরে গেলে, দক্ষিণেই দেখা মেলে শত বছরের জীর্ণ পুরোনো দালান বাড়িটি। বাড়িতে ঢুকতেই চোখে পড়ে ‘জিয়াবাড়ী’ লেখাটি।

‘দেয়ালে লেখা আছে ‘২২শে আষাঢ়, ১৩০২ সন, ১৮৯৫ সাল। উপড়ে চিলেকোঠা আর নিচে মাত্র ২টি কক্ষ। পশ্চিমের শানবাঁধানো পুকুর, পাশের ভাঙা দেয়াল, ইট পারা রাস্তা, সামনের ফাঁকা জায়গাসহ পুরানো গোরস্তান সেই সাথে বাড়ির শয়নকক্ষে জিয়াউর রহমান ও বেগম জিয়ার ব্যবহৃত দুর্লভ কিছু কাচের আসবাবসহ সোফা, খাট ও টেবিল। পুরানো ইটের একতলা বাড়িটি যেন প্রিয় মানুষটির শোকে স্তব্ধ হয়ে আছে।

জানা গেছে, পার্শ্ববর্তী মহিষাবান গ্রামের কামাল উদ্দিন মণ্ডল এখানকার তৎকালীন জমিদার পরিবারের কন্যা মিরুন নেছার সাথে বিয়ের সুবাদে এখানে স্থায়ী হন। যিনি জিয়াউর রহমানের দাদা। শোনা যায়, তিনিই জিয়াউর রহমানের নামকরণ করেন। ৯ সন্তানের পরিবারে ৫ নম্বর ছিলেন মনসুর রহমান। তিনি জাহানারা খাতুনকে বিয়ে করলে সেই পরিবারে ৪ ছেলেকে জন্ম হয়। এই পরিবারের ২য় জনই ছিলেন জিয়াউর রহমান।

মাদক ব্যবসার দ্বন্দ্বে গলা কেটে হত্যা, আটক ১

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিপু দাস হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শীতে কাবু উত্তরের জনপদ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫