ফরিদপুরের আলফাডাঙ্গা দীর্ঘ ৪৩ বছর পর উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারী জায়গা দখল মুক্ত হলো করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বার (১১নভেম্বর) আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পোস্ট অফিস সংলঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৪ শতাংশ জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এ জায়গাটা ১৯৮২ সাল থেকে দখল হয়ে যায়, আজ দীর্ঘ ৪৩ বছর পর আজকের অভিযানে প্রায় ৪৪ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।