নরসিংদী শহরের বাসাইল রেলক্রসিং এলাকায় আবদুল্লাহ আল মামুন (৪৩) নামে এক শ্রবণ প্রতিবন্ধী এবং বিকেলে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে কাঞ্চন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম।
নিহত আবদুল্লাহ আল মামুন নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়নের দরগাবন্ধ গ্রামের মো. আবুল কাসেমের ছেলে। তিনি নরসিংদী শহরে একটি কারখানায় চাকরি করতেন। আর কাঞ্চন মিয়া রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে ২ জনের মৃত্যু হয়েছে।
পরিবারগুলোর কোনো অভিযোগ নেই মর্মে তাদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।