হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির সঙ্গে আসন সমঝোতা, গণঅধিকারের তিন নেতার পদত্যাগ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা। তারা হলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।

এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ।

পদত্যাগের বিষয়টি দৈনিক আমার দেশকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরের আর্দশে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন। তার নেতৃত্বেই এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি শুরু হয়। পরে ২০২৪ সালে তিনি উপজেলা গণধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তারা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে দল যদি বিএনপি জোট থেকে বের হয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন।

ভারতে পালানোর সময় নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা আটক

সরিষার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে জামালপুরে, ভালো ফলনের আশা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ভোলা-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দিনাজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

মৌলভীবাজার-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

অর্থাভাবে অনিশ্চিত মাছুমার ডাক্তার হওয়ার স্বপ্ন

বিজিবির হাতে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ

চাঁদপুর-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে লড়বেন মিজান চৌধুরী