হোম > সারা দেশ > চট্টগ্রাম

গহীন পাহাড় থেকে অস্ত্রসহ ৩ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ তিন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ওই সময় পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকে রাখা নারী-পুরুষ ও শিশুসহ সাতজনকে উদ্ধার করা হয়।

আটক পাচারকারীরা হলেন টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার আবদুর রহমান (৩২), হামিদ হোসেন (২৮) ও বড় ডেইল এলাকার হেলাল উদ্দীন (৩০)।

সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর এ তথ্য নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন তসলিমা (২৫), মো. সোহাইল (৪), হোসেনা বিবি (৫), হাসনা (১৮), শাহিদা (১৯), বশির আহমেদ (২৬) ও উখিয়ার ইনানী জালিয়াপালং এলাকার নুর মোহাম্মদ (৪০)।

কোস্টগার্ড জানিয়েছে, ইতোপূর্বে আটক পাচারকারীদের তথ্য ও গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে গহীন পাহাড়ে আটক রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে ০৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত টেকনাফের বাহারছড়া সংলগ্ন পাহাড়ি অঞ্চলে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পাচারের জন্য বন্দি রাখা ভিকটিমদের উদ্ধার ও তিন পাচারকারীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, সংঘবদ্ধ পাচারচক্র উন্নত জীবনের লোভ দেখিয়ে মালয়েশিয়ায় পাঠানোর নাম করে তাদের আটকে রেখেছিল। পাশাপাশি ভয়-ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চলছিল।

কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া ভিকটিম, জব্দ অস্ত্র ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বেপরোয়া গতির থ্রিহুইলার উল্টে নিহত চালক

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

কক্সবাজারের ৯ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কার্যালয় ভাঙচুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

মিঠাপুকুরে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামি আটক