সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে টঙ্গীর জাভান হোটেল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আহ্বান জানানো হয়।
সোমবার বিকেলে টঙ্গীর আমতলী এলাকায় জাভান হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে হোটেলটির জনসংযোগ কর্মকর্তা আনিসুল হক আনসারী লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু ফেসবুক পেজে আমাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই করে ভিডিওটি আমাদের হোটেলের নয় বলে আমরা নিশ্চিত হয়েছি। এটি বিভ্রান্তিকর ও ভুল তথ্য প্রচারের কারণে আমাদের প্রতিষ্ঠান, কর্মী এবং গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত আমাদের হোটেল পরিদর্শন ও মনিটরিং করে আসছেন। আমরা লাইসেন্সে বর্ণিত সব নিয়মনীতি কঠোরভাবে অনুসরণ করি এবং লাইসেন্স বর্হিভূত কোনো কার্যক্রম আমরা পরিচালনা করি না।
এ সময় জাভান হোটেলের ব্যবস্থাপক আজিজুল হকসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।