লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার ২০ নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং সাংগঠনিক অসন্তোষের কারণে তারা বিএনপির আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রেখে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরো শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে আব্দুর রব মেম্বার বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ও নিজস্ব সিদ্ধান্তে বিএনপিতে যোগদান করেছি। আমাকে কোনোভাবেই জোরপূর্বক দলে আনা হয়নি। বিএনপির ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজের হাত ধরে আমি বিএনপিতে যোগ দিই। তার সঙ্গে একই সময়ে আরো ২০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।
এ সময় বিএনপির ইউনিয়ন সভাপতি ফারুক কবিরাজ বলেন, নবাগতরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করতে সহায়ক হবে।