হোম > সারা দেশ > খুলনা

এনসিপি নেতাকে গুলির মামলায় গ্রেপ্তার তন্বী কারাগারে

খুলনা ব্যুরো

এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় গ্রেপ্তার তনিমা তন্বীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আসামি তন্বী এনসিপির যুব শাখা যুবশক্তির জেলা যুগ্ম সদস্য সচিব।

বুধবার বিকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুর জামান শুনানি শেষে এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা মডেল থানার এসআই নাদিম মাহমুদ জানান, গ্রেপ্তারের পর তন্বীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তন্বীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে খুলনা নগরীর আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউসে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। একটি গুলি তার মাথার বাম পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, পাঁচটি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় গত মঙ্গলবার দুপুরে মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা আক্তার বাদী হয়ে খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। মামলায় তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো সাত থেকে আটজনকে আসামি করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গত সোমবার রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তনিমা তন্বীকে গ্রেপ্তার করে পুলিশ।

পেট্রাপোল সীমান্তে হিন্দুত্ববাদীদের বাংলাদেশ অভিমুখী লংমার্চ

ফেনী গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

তারেক রহমানের জনসভায় আসার পথে ছাত্রদল নেতা খুন

আ.লীগ নেতার অবৈধ বসতি উচ্ছেদ করল রেল

অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল-বাধাগ্রস্ত করা যেন না হয়

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

শ্রীপুরে জাসাস নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ধরাছোঁয়ার বাইরে শ্রমিকলীগ নেতা বালু আব্বাস

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

চার কর্মকর্তার অর্ধ কোটি টাকা ঘুস কারবার