হোম > সারা দেশ > ঢাকা

বাড়ি থেকে বের হওয়ার পরদিন হত্যার শিকার জাসাস নেতা

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে রাতে বাড়ি থেকে বের হওয়ার পরদিন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস)র এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর চারটার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার (৪১) গোসিংগা ইউনিয়নের নারায়নপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) যুগ্ম সাধারণ সম্পাদক।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার জানান, ২০ বছর প্রবাস জীবন শেষে বছর খানেক আগে দেশে আসে ফরিদ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার খেয়ে গোসিংগা এবিএম ব্রিকস নামে ইট ভাটায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আসে। ফরিদ ওই ইট ভাটায় মাটি সরবরাহ করতো। স্থানীয় সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে জানতে পারেন ফরিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর পেয়ে তিনি ইট খোলায় এসে দেখেন ফরিদ মাটিতে পড়ে আছেন। তার গায়ে ধারালো অস্রের একাধিক আঘাত ছিল। পরে তিনি তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি মো. নাসির আহমদ জানান, প্রাথমিক ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা পরে জানানো হবে ।

তারেক রহমানের জনসভায় আসার পথে ছাত্রদল নেতা খুন

আ.লীগ নেতার অবৈধ বসতি উচ্ছেদ করল রেল

অপতথ্য ছড়িয়ে নির্বাচনকে ভন্ডুল-বাধাগ্রস্ত করা যেন না হয়

বিএনপির জোট প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে ছাত্র ও যুবদলের বিক্ষোভ

শ্রীপুরে জাসাস নেতাকে হত্যা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ধরাছোঁয়ার বাইরে শ্রমিকলীগ নেতা বালু আব্বাস

এনসিপি নেতাকে গুলির মামলায় গ্রেপ্তার তন্বী কারাগারে

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

চার কর্মকর্তার অর্ধ কোটি টাকা ঘুস কারবার

ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত