হোম > সারা দেশ > ঢাকা

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি ইব্রাহিম হোসেন সোহেল (৩০)। তিনি নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পাটগাতী গ্রামের সোহরাব ফকিরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন। তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগ সন্দেহে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে তদন্তে উঠে আসে। তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোহেলের সম্পৃক্ততা পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারির ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ৫০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন।

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি

ফ্যাসিবাদের শেষ শিকড়টুকু উপড়ে ফেলতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে: মাসুদ সাঈদী

মাদক ব্যবসার দ্বন্দ্বে গলা কেটে হত্যা, আটক ১

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিপু দাস হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত