হোম > সারা দেশ > বরিশাল

চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল অফিস

বাবুগঞ্জে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে আসার পর ব্যারিস্টার ফুয়াদ।

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে চাঁদা নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী।

রোববার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরী ঘাটে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরআগে, উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার ফুয়াদ।

এ সময় তিনি বলেন, এ সেতুটি পাশ করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন এবং সর্বাত্বক চেষ্ঠা করেছেন। কিন্তু চাঁদা চাওয়ার কারণে এতোদিন সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

এক পর্যায়ে তারা চড়াও হয়ে ফুয়াদসহ অন্যান্যদের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় আহত হন এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী।

তবে ফুয়াদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে তাদের হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী আহত হন।

সূত্র জানায়, প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসনে সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান, এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার দেশকে বলেন, বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ নদীর উপর সেতু পাশ করাতে তিনি অক্লান্ত চেষ্ঠা করেছেন। তার প্রচেষ্ঠার এ ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর রয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরেই এ হামলা হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের নেতাকর্মীরা তার উপর হামলার চেষ্ঠা করেছে। শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যে কারণে উপদেষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফুয়াদ বলেন, আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। কোন ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু বিএনপি নেতাকের্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তাতে ফেব্রুয়ারি মাসে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ফোন করা হলে তার নাম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমপি হলে বরাদ্দের এক পয়সাও না নেয়ার অঙ্গীকার জামায়াত প্রার্থীর

নবাবগঞ্জে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১১.৮ ডিগ্রিতে

পাকুন্দিয়ায় তিন সন্তানের জননীর লাশ উদ্ধার, স্বামীসহ আটক ২

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছনায় সুনামগঞ্জ এবি পার্টির নিন্দা

জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ

কমলগঞ্জে যুবকের লাশ উদ্ধার

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় বাড়ছে শীতের তীব্রতা

বাড়ির আঙিনায় স্বপ্নের আলো ‘লাকি আপার পাঠশালা’

সড়ক প্রশস্ত করার নামে কাটা হচ্ছে পাঁচ শতাধিক ঔষধি গাছ

মতলবে ধনাগোদা নদীর সেতুতে ভাঙন, ঝুঁকি নিয়ে যান চলাচল