শোকসভায় মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থেকে এ দেশটাকে গড়তে পারি, এদেশ থেকে ফ্যাসিবাদের শেষ শিকড়টুকু উপড়ে ফেলতে পারি তাহলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। ফ্যাসিস্টের দোসররা এখনো দেশে বসে আস্ফালন করছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদের বিষদাঁত উপড়ে ফেলবো।
বুধবার বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, আমরা বিশ্বাস করি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কেয়ামত পর্যন্ত টিকে থাকবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন। গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও আলেম-ওলামার প্রতি তার সম্মান ছিল বিরল।
তিনি আরও বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেমদের ওপর দমন-পীড়নের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নামার আহ্বান জানিয়েছিলেন। শাহবাগের তথাকথিত গণজাগরণ মঞ্চকে তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশে ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড তিনি হতে দেননি। ইসলামবিরোধী কোনো আইন প্রণয়নের বিরুদ্ধেও তিনি সবসময় সোচ্চার ছিলেন। সে কারণেই আলেম সমাজ তাকে ভালোবাসতেন।
ব্যক্তিগত স্মৃতিচারণ করে মাসুদ সাঈদী বলেন, আমার সম্মানিত শহিদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দি থাকাকালে বেগম খালেদা জিয়া আমাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন। তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, পারিবারিক অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে সকল দল-মতকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার চেষ্টা করেছেন, আপনিও সেই পথে এগিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি আরও বেশি জনপ্রিয় হবেন।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন আসছে। কে ক্ষমতায় আসবে তা জনগণই নির্ধারণ করবে। তবে যে-ই ক্ষমতায় আসুক—এদেশ, এই মাটি, এই পতাকা সবার। দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শেষে তিনি বেগম খালেদা জিয়া ও আল্লামা সাঈদীর ওপর সংঘটিত নির্যাতনের বিচার দাবি করেন এবং একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।