হোম > সারা দেশ > রংপুর

অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার, আটক ৩

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ।

নীলফামারীর কিশোরগঞ্জে অপহরণের পার একইদিন সন্ধ্যায় মাদ্রাসাছাত্রী ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত ভুক্তভোগীকে মুশা বটতলা এলাকা থেকে উদ্ধার করে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করার কারণে ভুক্তভোগীকে অপহরণ করে গ্রেপ্তারকৃতরা।

অপহরণ মামলায় আটককৃতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল শাহপাড়ার হাসেম আলীর ছেলে আশরাফ আলী (২৫), দুরাকুটি ডাকঘর পাড়ার তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন, একই গ্রামের সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান (২১)।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস।

মামলা সূত্র জানা যায়, মাদ্রাসায় যাওয়া আসার পথে গ্রেপ্তারকৃত আশরাফুল প্রায়ই প্রেমের প্রস্তাব দিত ভুক্তভোগী। এ ঘটনা ভুক্তভোগীর বাবা জানলে তিনি আশরাফুলকে বাধা দেন, এতে সে ক্ষিপ্ত হয়ে ২৯ ডিসেম্বর পরিকল্পিতভাবে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে মোটরসাইকেল আটকানোর চেষ্টা করা হলে তারা দ্রুত সেখান থেকে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ওই দিনেই সন্ধ্যায় মুশা বটতলা এলাকা হতে অপহৃত ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে। এসময় অপহরণ মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

এসআই জাহাঙ্গীর জানান, তাৎক্ষণিক তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ওই অপহৃত ছাত্রীকে কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা এলাকা হতে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি

ফ্যাসিবাদের শেষ শিকড়টুকু উপড়ে ফেলতে পারলেই খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে: মাসুদ সাঈদী

মাদক ব্যবসার দ্বন্দ্বে গলা কেটে হত্যা, আটক ১

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নসিমনের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দিপু দাস হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান আর নেই

ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

সাতকানিয়ায় খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত