হোম > সারা দেশ > ঢাকা

দুই ভাইকে হত্যায় আপন চাচাসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে হত্যায় আপন চাচাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় সব মিলিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাপমারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাচা আব্দুল আউয়াল (৭০), তার মেয়ে শাহানাজ বেগম (৩২) ও বরিশালের বাকেরগঞ্জ থানার তবিরকাঠি এলাকার অহেদ শিকদারের ছেলে শিপন শিকদার (৩৫)। দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস নোটে এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২ নভেম্বর) সকালে নিহতদের মা জোসনা বেগম ১১ জনের নামে রায়পুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি শিপন (২৫) কে নরসিংদী শহরের আল্লাহু চত্ত্বর এলাকা থেকে এবং ঘটনার দিনই ঘটনাস্থল থেকে নিহতদের চাচি শরীফা বেগম (৫২), চাচাতো বোন আরজিনা (২২),আসমা আক্তার (১৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ১ নভেম্বর (শনিবার) সকাল ১১টার দিকে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ্বের জেরে চাচা আউয়াল মিয়া ও তার লোকদের হামলায় শাকিল (২২) ও হরুন আলী ওরফে হুরা (২৬) নিহত হয়।

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

নেশাসক্ত ছেলেকে খুনিদের কাছে বিক্রি করে দেন মা

আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট

চট্টগ্রামের বায়েজিদে আবার গুলি, আহত রিকশাচালক

এক রুমে সব শ্রেণির ক্লাস, জুতার দোকানে চলে দাপ্তরিক কাজ

বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে লায়ন মো. হারুনুর রশিদের বিশাল শোডাউন

আগামী বছর শুরু হচ্ছে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতুর নির্মাণকাজ

‘তোর সময় শেষ, যা খাওয়ার খেয়ে নে’, বাবলাকে মুঠোফোনে সন্ত্রাসী রায়হান