হোম > সারা দেশ > ঢাকা

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অরিয়েট জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারিজ এলাকার অরিয়েন্ট জুটমিলে এ আগুন লাগে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে রাজবাড়ীসহ আশপাশের আরও ৪টি ইউনিট যোগ দেয়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে মিলের একটি পাটের গুদাম (গোডাউন) দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি গোয়ালন্দ ঘাট থানা পুলিশও অংশ নেয়।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানায়, অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে ঘটনাস্থলে স্থানীয় জনতার ভিড় লক্ষ করা গেছে। তারা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে এবং আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তৎপর রয়েছে।

ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে বেঙ্গল গ্রুপের এসআর নিহত

অস্ত্রধারীদের দেখামাত্রই ব্রাশফায়ারের নির্দেশ সিএমপির

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ