নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রায় ৩ লক্ষ টাকার বিপুল পরিমাণ নকল ঔষুধ ও খাদ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নকল মালামালগুলো ভস্মীভূত ও কারখানা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী।
সোমবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া সরকার পাড়া গ্রামে ওই নকল ঔষুধ ও খাদ্য কারখানায় অভিযান পরিচালনা করে তারা।
জরিমানাকৃত কারখানার মালিক হল গোলাম রব্বানী। সে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তি নকল ঔষুধ ও খাদ্য তৈরির কারখানার তথ্য পাওয়া হয়। সোমবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামের গোলাম রব্বানীর বাড়িতে ওই কারখানায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমেপ্রাজল গ্রুপের নকল ঔষুধ ও নকল খাদ্য উদ্ধার করা হয়। নকল ঔষুধ প্রস্তুত ও প্যাকেটজাত করে সে বাজারে সরবরাহ করতো। উদ্ধারকৃত নকল ঔষুধ ও খাদ্যের আনুমানিক মূল্য হবে ৩ লক্ষ টাকা।
পরে উদ্ধারকৃত মালামাল ভস্মীভূত করা হয়। এছাড়া কারখানার মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন।
ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায় জানান, নকল ঔষুধ ও নকল খাদ্য সামগ্রী উদ্ধার করে ভস্মীভূত করা হয়েছে। ওই কারখানার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার আইনে।