হোম > সারা দেশ > রংপুর

ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় অবস্থিত ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। এ সময় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন-গোবিন্দগঞ্জ পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া (দুর্গাপুর) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে জনি মিয়া (৪০) এবং নাকাই ইউনিয়নের পাটোয়া (মালেনিপাড়া) গ্রামের শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৪২)। দুর্ঘটনায় মোটরসাইকেলে আহত অপর আরোহী হলেন উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় নিহত দুজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এসআই

খেলাফত মজলিসের প্রার্থীসহ দুজনের মনোনয়নপত্র বাতিল

ফাতাহর প্রতিষ্ঠাবার্ষিকীতে হামাসের অভিনন্দন

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদ গ্রেপ্তার

প্রাণ কোম্পানিতে খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর জনস্বার্থে ওসি বদলি

মিরসরাইয়ে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, সাতজনের বৈধ

নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর, সেক্রেটারি সিরাজুল