ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ঘোষণার পর স্থানীয় রাজনীতি ও ভোটের মাঠে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
জয়ন্ত কুমার কুন্ডু বুধবার সকালে তার পোস্টে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ -১ আসনের জন্য গত ১৭ ডিসেম্বর তাঁর পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এসময় আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
কেন্দ্রীয় বিএনপি প্রার্থীতা ঘোষণার পর একই দিন বুধবার বিকেল ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর এক পোস্টে, তিনি শৈলকূপা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানান।
জয়ন্ত কুমারের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দেওয়ায় বিষয়টি শৈলকূপাসহ জেলার সর্বত্র টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এক প্রশ্নের জবাবে বাবু জয়ন্ত কুমার কুন্ডু আমার দেশ-কে জানিয়েছেন, যত আঘাতই আসুক না কেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসেনা। তিনি তার সিদ্ধান্তে অটল এবং শৈলকূপাবাসী শেষ পর্যন্ত তাঁর সাথে থাকবে। দলীয় যে কোন সিদ্ধান্ত বা সাংগঠনিক শাস্তিকে মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন ভোটারের এই আসনটিতে ইতিমধ্যে জয়ন্ত কুমার কুন্ডু ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান (বিএনপি), মাওলানা এএসএম মতিউর রহমান (জামায়াত), নুরে আলম বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লাবাবুল বাশার (এনসিপি), মতিয়ার রহমান (এবি পার্টি)।