হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ‘আমার দেশ পাঠক মেলা’র সভাপতিকে কুপিয়ে আহত দুর্বৃত্তদের

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি এবং দৈনিক ‘আমার দেশ পাঠক মেলা’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন আবুল কালাম মোস্তফা লাবু। সেখান থেকে সাধারণ গ্রন্থাগারে প্রয়োজনীয় কাজ শেষে অটো রিকশাযেগে বাসার উদ্দেশ্যে রওনা হন। ভিক্টোরিয়া সড়কে ‘আপ্যায়ন হোটেল’-এর সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা লাবুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আবুল কালাম মোস্তফা লাবু জানান, ইতিপূর্বেও দুর্বৃত্তরা তার ওপর দুইবার হামলা করেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। একটি মামলায় আদালতে নারাজি দেওয়ার পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে। এ মামলার আসামিরাই গতকাল তাকে কুপিয়ে আহত করেছে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বুধবার রাতে ঘটনার সাথে সাথে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন মঞ্জুর

নতুন ফ্যাসিস্ট হতে চাইলে একই পরিণতি ভোগ করতে হবে

কর্তৃপক্ষের ঘুম না ভাঙায় ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্কে সীতাকুণ্ড পৌরবাসী

ঢাকায় জনতার হাতে আটক যশোর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি

বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

বিএনপির কর্মী কামালের ঘরেই অস্ত্র কারখানা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা

সাবেক এমপি নদভী ও তার স্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা