চট্টগ্রামের কালুরঘাটে এশিয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান প্যান মার্ক নামে একটি পোশাক কারখানা ও একটি বেকারিতে লাগা আগুন প্রায় ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ছয় ঘন্টা কাজ করে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বুধবার সকালে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়।
কন্ট্রোলরুম সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় কালুরঘাটে এশিয়ান গ্রুপের প্যান মার্ক পোশাক কারখানা ও পাশ্ববর্তী বেকারিতে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের চারটি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে নিভু নিভু অবস্থায় জ্বলতে থাকে৷ রাত তিনটার দিকে কারখানার আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, এশিয়ান গ্রুপের মালিক হাটহাজারীর এম এ সালাম৷ প্রতিষ্ঠান দুটি তার মালিকানাধীন। আগুনে আনুমানিক এক কোটি টাকার বেশি মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷ আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।