হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্দর ইজারার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি পেশাজীবী পরিষদের

চট্টগ্রাম ব্যুরো

সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে চলতি বছরের ডিসেম্বর মাসে নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার প্রক্রিয়া চলছে। তারা সরকারকে এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জন করছে। সুতরাং এখানে বিদেশি অপারেটর নিয়োগের কোনো যৌক্তিকতা নেই।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে শুরু হওয়া সেই প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিচ্ছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থি। তারা আরো বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হলে দেশের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে। জনগণের স্বার্থে অবিলম্বে বন্দর ইজারা পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়।

নবীনগরে জোড়া খুনের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ২

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ‘বোম ফারুক’ আটক

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে: আসিফ নজরুল

আ.লীগ-জাপা-১৪ দলকে ছাড়া নির্বাচনে যাবো না: কাদের সিদ্দিকী ‎

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

গণধোলাই খেয়ে হাসপাতালে ট্রাফিক পুলিশ, নেপথ্যে কী

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি-টেন্ডারবাজিমুক্ত আধুনিক হাতিয়ার অঙ্গীকার

পানছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

জাজিরায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু