হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাজ্জাদ হত্যায় অস্ত্রসহ আরো ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস রোডে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।

ওসি জানান, বাকলিয়া থানার অভিযানে আলোচিত সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, সাজ্জাদ হত্যার ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করেন নিহতের বাবা মো. আলম। এতে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়। গত সোমবার রাত ১টার দিকে নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজ্জাদ। নিহত সাজ্জাদ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন হিরাকান্দা এলাকার মো. আলমের ছেলে। তবে তারা পরিবারসহ নগরীর বাকলিয়া থানার তক্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারে বসবাস করতেন।

বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন মঞ্জুর

নতুন ফ্যাসিস্ট হতে চাইলে একই পরিণতি ভোগ করতে হবে

কর্তৃপক্ষের ঘুম না ভাঙায় ডেঙ্গু-চিকুনগুনিয়া আতঙ্কে সীতাকুণ্ড পৌরবাসী

ঢাকায় জনতার হাতে আটক যশোর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি

বিএনপি কার্যালয় থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার

যুবলীগের মিছিলের ব্যানার তৈরিতে যুক্ত থাকায় সাংবাদিকসহ আটক ২

বিএনপির কর্মী কামালের ঘরেই অস্ত্র কারখানা

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

ছোট্ট শিশু মরিয়মের কাঁধে এখন সংসারের বোঝা

সাবেক এমপি নদভী ও তার স্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা