হোম > সারা দেশ > চট্টগ্রাম

নগরের সমস্যা ফেসবুকে না দিয়ে চসিকে দিতে বললেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের যেকোন সমস্যা ফেসবুকে না দিয়ে সরাসরি আমাকে বা চসিকের কর্মকর্তাদের দিন। ফেসুবকে ভিউ পাবেন, কিন্তু সমস্যা সমাধান হবে না। আমি নগরকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তুলতে চাই।

বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কনভেনশন হলে মেয়র হিসেবে দায়িত্বের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র বলেন, বর্তমানে নগরে দৈনিক ৩১০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। এর মধ্যে আমরা দৈনিক ২২শ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করছি। আরও ৯০০ মেট্রিক টন আমরা সংগ্রহ করতে পারছি না। এগুলো আপনাদের অসচেতনতার কারণে খাল, নালা, নদীতে চলে যাচ্ছে। আমরা শহরকে পরিস্কার রাখতে চাচ্ছি। কিন্তু একমাত্র অসচেতনতার কারণে সেটা হচ্ছে না। আবার আমরা নদী ড্রেজিং করছি। আমাদের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে। এই জন্য আমি ডোর টু ডোর প্রকল্প চালু করেছি। এটার কারণে আমরা এখন ৫০০ মেট্রিক টন বেশি আবর্জনা সংগ্রহ করতে পারছি। এখানে আপনারা প্রতিমাসে যেই ৭০ টাকা করে দিচ্ছেন সেটা আপনাদের বিনিয়োগ। এটা আপনাদের ফেরতে দেব আমি। খুব দ্রুত এমন দিন আসছে মানুষ ময়লা দিয়ে টাকা আয় করবে।

তিনি আরও বলেন, আমি চসিকের উদ্যোগের বায়ুগ্যাস প্লান্ট করব। বিনামূল্যে সেটা আপনারা পাবেন। আবার আমরা চসিক থেকে গ্রিন এনার্জি করব। অর্থাৎ আমরা গ্রিন ডিজেল উৎপাদন করব। আমি জাপান, ইউকে, ইউএসএ সফর করব। এসব দেশের অর্থায়নে আমাদের এই প্রকল্পগুলো হবে।

চসিক মেয়র বলেন, অভিনেতা জিয়াউল হক পলাশ নগরের ৪১টি ওয়ার্ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং ও মেন্টাল হেলথ কর্মসূচি পালন করবে। তার সংগঠন ডাকবাক্স এই কার্যক্রম হাতে নিয়েছে, চসিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চসিকের সচিব আশরাফুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে ভাচুয়ালি বক্তব্য রাখেন অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ।

জামায়াত সরকার গঠন করলে বিএনপিসহ সবাইকে সাথে রাখবো: ডা. শফিকুর রহমান

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

১২ দফা দাবিতে হাবিপ্রবি ছাত্রী সংস্থার স্মারকলিপি

টুঙ্গিপাড়ায় গাড়ি ভাংচুর ও মশাল মিছিল মামলায় দুই আ.লীগ নেতা কারাগারে

নেশাসক্ত ছেলেকে খুনিদের কাছে বিক্রি করে দেন মা

আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট

চট্টগ্রামের বায়েজিদে আবার গুলি, আহত রিকশাচালক

এক রুমে সব শ্রেণির ক্লাস, জুতার দোকানে চলে দাপ্তরিক কাজ

বাধা উপেক্ষা করে ফরিদগঞ্জে লায়ন মো. হারুনুর রশিদের বিশাল শোডাউন

আগামী বছর শুরু হচ্ছে মেঘনা-ধনাগোদা নদীর উপর সেতুর নির্মাণকাজ