হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার বিস্তীর্ণ চরজুড়ে চলছে ‘অপারেশন ফার্স্ট লাইট’

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পদ্মা নদীর বিস্তীর্ণ চরের ওপর দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভয়, সন্ত্রাস ও অস্ত্রের ত্রাস জারি রাখা কাকন বাহিনীসহ সন্ত্রাসের বিরুদ্ধে অবশেষে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের অভিযানের নাম দেয়া হয়েছে— ‘অপারেশন ফার্স্ট লাইট’। রোববার ভোর ৪টা থেকেই পাবনার ঈশ্বরদী, আমিনপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা উপজেলার নদীচর এলাকায় এ অভিযানের শুরু হয়। এখন পর্যন্ত টানা চলছে সাঁড়াশি অভিযান।

স্থানীয়দের অভিযোগ— কাকন বাহিনী বিগত কয়েক বছর ধরে চরে নিজেদের আধিপত্য বিস্তার করে খুন, অপহরণ, চাঁদাবাজি, মুক্তিপণ আদায়, বালু লুট এবং কৃষকদের ফসল লুট করে আসছিল। অপকর্মের প্রতিবাদ করলে যেকোনো মুহূর্তে বন্দুক উঁচিয়ে গুলি চালানো ছিল তাদের স্বাভাবিক কাজ। সর্বশেষ গত ২৭ অক্টোবর পদ্মার চরে পাকা ধান কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিন কৃষক নিহত হন। এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড জনমনে ক্ষোভের স্ফুলিঙ্গ ছড়ায়। এরই ধারাবাহিকতায় প্রশাসনের উদ্যোগে শুরু হয় কঠোর অভিযান।

অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২১

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানিয়েছেন, অভিযানে এখন পর্যন্ত চরের বিভিন্ন ঝোপঝাড় ও পরিত্যক্ত ঘাঁটি থেকে দুটি শুটারগান, চাইনিজ কুড়াল, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “অভিযান এখনো চলমান। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

এদিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, এখন পর্যন্ত ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাহিনীর ২১ জন সদস্যকে আটক করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

১২০০ সদস্যের বিশেষ বাহিনী মাঠে

জানা গেছে, ‘অপারেশন ফার্স্ট লাইট’-এ পুলিশ, র‍্যাব ও এপিবিএনসহ বিভিন্ন ইউনিটের মোট ১২০০ সদস্য অংশগ্রহণ করছে। চরে বৈরী ভৌগোলিক পরিবেশ, চরাঞ্চলের পথঘাট ও নদীর প্রবাহ— সব মিলিয়ে অভিযানকে চ্যালেঞ্জিং বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান নিয়ে জনমনে স্বস্তি, তবে শঙ্কাও রয়েছে

চরের সাধারণ কৃষক ও জেলেরা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন— “বছরের পর বছর আমরা আতঙ্কে ছিলাম। মাঠে ফসল তুলতেও ভয় লাগত। এই অভিযান যদি সম্পূর্ণ হয়, তবে আমাদের বেঁচে থাকার রাস্তা খুলবে।”

তবে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করে বলছেন, অভিযান শেষে যেন পুনরায় কাকন বাহিনী মাথাচাড়া দিয়ে না ওঠে। এজন্য তারা চান স্থায়ী নিরাপত্তা ও চর এলাকায় নিয়মিত টহল ব্যবস্থা।

জনসাধারণের প্রতিক্রিয়া

বহুল আলোচিত কাকন বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের এই অভিযানকে সরকারের ‘জিরো টলারেন্স সন্ত্রাসবিরোধী উদ্যোগের’ অংশ হিসেবে দেখা হচ্ছে। চরাঞ্চলের মানুষ এখন তাকিয়ে আছে— এই অভিযান কি সন্ত্রাসের শেকড় কাটবে, নাকি আবার পুরোনো অন্ধকার ফিরে আসবে? সময়ই তার উত্তর দেবে।

ফরিদগঞ্জ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

চট্টগ্রাম বন্দরের বর্ধিত নতুন ট্যারিফ এক মাসের জন্য স্থগিত

ফরিদগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দুদকের অভিযান

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পৃথক মামলায় আসামি ২২৫

মতলবে প্রতিপক্ষের ওপর হামলা-ভাঙচুর

সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন

বিএনপি সাধারণ সম্পাদকের বিচার চেয়ে আদালতে মহিলা দল সভাপতি

‘ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’

র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার