হোম > সারা দেশ > রংপুর

অস্ট্রেলিয়ার ভিসা দেয়ার নামে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

অনলাইনে প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার নামে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন ভিসা প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম।

ভিসা প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: আনিসুল ইসলাম হামুর ছেলে খাইরুল ইসলাম (২২), মকদুল পেটলার নাতি শাহিন ইসলাম (২৫) ও নয়মুল ইসলামের ছেলে তুহিন (২২)। তাদের উভয়ের স্থায়ী ঠিকানা নিতাই কাছারীপাড়া।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (২২), শাহিন ইসলাম (২৫) ও তুহিনের (২২) সাথে প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় পাবনা জেলার পাবনা সদর থানার হলুদবাড়িয়া গ্রামের সিরাজুল হকের পুত্র শামীম হোসেনের। একপর্যায়ে ভিসা প্রতারক খাইরুল তাকে বলে যে সে অস্ট্রেলিয়ায় থাকে এবং অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর কাজ করে। একজন ব্যক্তি ৮ লক্ষ টাকা দিলেই অস্ট্রেলিয়া যেতে পারবে।

এই প্রলোভনে পড়ে শামীম হোসেনসহ আরও তিনজন খাইরুলকে কাগজপত্রসহ বিকাশ নম্বরে কয়েক ধাপে ২৪ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করে। পরবর্তীতে ‘নিয়ম পরিবর্তন হয়েছে’ বলে প্রতারক চক্রটি আরও ৪ লক্ষ টাকা দাবি করলে শামীম হোসেনের সন্দেহ হয়। টাকা দিতে অস্বীকার করলে প্রতারক চক্রটি যোগাযোগ বন্ধ করে দেওয়াসহ তাদের মোবাইল নম্বর, ইমো, এবং হোয়াটসঅ্যাপ বন্ধ করে দেয়।

খোঁজখবর নিয়ে কিশোরগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ মঙ্গলবার সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, অস্ট্রেলিয়ার ভিসা দেওয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

দিনাজপুরে সাংবাদিকদের বিক্ষোভ

জাকসু চাকসু ও রাকসু নির্বাচনে বিজয়ী চৌদ্দগ্রামের কৃতী সন্তানদের সংবর্ধনা ‍

ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে: ড. রেদোয়ান

নোবিপ্রবিতে এক বছরেও হয়নি ছাত্রলীগের বিচার

শিবগঞ্জে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে চালক নিহত, শিশু আহত

রামুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টেকনাফে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৯

২২ বছর পরিত্যক্ত ঘোষণা ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা

মুখ থুবড়ে পড়েছে সীতাকুণ্ড পৌরসভার নাগরিকসেবা

কুতুবদিয়া ডাকঘরে পাঁচ বছর ধরে বন্ধ ৬ সেবা