হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, (সাঘাটা) গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তরউল্লা গ্রামে ফেসবুকে হৃদয়বিদারক একটি স্ট্যাটাস দেওয়ার পর বিষপান করে আত্মহত্যা করেছেন মানিক সরকার নামের এক যুবক।

এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার দিনগত রাতের কোনো এক সময় ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যাহ গ্রামের শ্রী মোনজ সরকারের ছেলে মানিক সরকার নিজ ঘরে বিষ পান করেন।

মঙ্গলবার সকালে দীর্ঘ সময়েও ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাকে নিস্তেজ অবস্থায় দেখতে পান। পরে দ্রুত সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার আগে মানিক সরকার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। খুব একা একাও লাগছে। নিজের ভাগ্যের প্রতি ভীষণ অভিযোগ রয়েছে। তবুও বাস্তবতাটা তো মেনে নিতেই হবে। বিগত ৩-৪ বছর ধরে শারীরিক ও মানসিকভাবে ভীষণ যন্ত্রণা হচ্ছে। কষ্টের পরিমাণ বোঝাতে পারবো না, তবে এত কষ্টের চেয়ে মৃত্যু সহজ মনে হয়েছে। আমাকে ক্ষমা করে দিও মা। তোমাদের জন্য কিছু করতে পারলাম না।

তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই স্ট্যাটাসটি এলাকায় ভাইরাল হয়েছে।

এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানিক বিষপানে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ঘটনাটি একটি অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।

নদীপথের কুখ্যাত ডাকাত কিবরিয়া গ্যাংয়ের ৫ সহযোগী গ্রেপ্তার

রুয়েটের ছাত্রলীগ নেতা তাহেরকে পুলিশে সোপর্দ

‘চট্টগ্রামের মানুষ নিশ্চিন্তে ঘুমাক’

আলফাডাঙ্গায় ৪৩ বছর পর সরকারি জায়গা দখল মুক্ত

কিশোরগঞ্জে বিএনপিতে দেড় শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর যোগদান

গোয়ালন্দে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

পোষ্য কোটা বাতিল করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শ্যামনগরে পিস্তলসহ শীর্ষ চোরাকারবারী মামুন কয়াল আটক

হিসাবরক্ষণ দপ্তরে নিজের টাকা তুলতেও দিতে হয় ঘুষ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত আরো এক যুবকের মৃত্যু